আজ কলকাতার এয়ারপোর্টে সম্বর্ধনা জানালেন, আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য এবং গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার এমী মার্টিনেজকে…….।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩ । ১১:৩৭ অপরাহ্ণ

রিপোর্টার …শম্পা দাস ও সমরেশ রায়

আজ 3 রা জুলাই সোমবার, বিকেল সাড়ে চারটায় কলকাতা এয়ারপোর্টে আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য এবং গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার এমী মার্টিনেজকে স্বাগত জানাতে, এয়ারপোর্টে উপস্থিত হন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোস মহাশয়…..।

এছাড়াও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন অগণিত মানুষ, সবারই একটাই চেষ্টা আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপারকে একবার দেখা, আগামীকাল আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার, কলকাতা শহরের বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা যায়, অগণিত খেলা প্রেমি মানুষ খবর শোনার সাথে সাথেই ,রাস্তার দুধারে অপেক্ষা করতে থাকেন একবার দেখার জন্য।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন