রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ১৮ই জুলাই মঙ্গলবার, দুপুর দুটোয়, মানবাধিকার সংগঠনের সম্পাদিকা পায়েল সরকারের উদ্যোগে এবং সালম এনজিও পরিচালনায় ,ট্যাংরা শীল লেন এ, দুস্থ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে , একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন নাচ গান ও কবিতার মধ্য দিয়ে, শুধু তাই নয় একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর প্রকল্প গুলি প্রোগ্রামের মধ্য তুলে ধরলেন,। তাহার গতিধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টা ,এর সাথে সাথে ছোট ছোট শিশুদের মধ্যাহ্ন ভোজোনেরও আয়োজন করেছেন,
উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের সম্পাদিকা ও অভিনেত্রী পায়েল সরকার, উপস্থিত ছিলেন সালম এনজিও র সম্পাদিকা মারিনা খান, বসাক ইন্টেরিয়র এর কর্ণধার সঞ্জীব বসাক সহ অন্যান্যরা,
অনুষ্ঠানের শুভ সূচনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং একটি সুন্দর তিন রঙের কেক কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এবং সম্মানীয় অতিথিদের ব্যাচ পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন,
সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অতিথীরা বলেন, এই সকল ছোট ছোট ছেলেদের মনে, একুশে জুলাই এর যে পরিকল্পনা উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবছর নিয়ে থাকেন সেইগুলোকে ছোট ছোট শিশুদের মনে জাগিয়ে তোলায় আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতে এই সকল ছোট ছোট শিশুরাও একই পথে এগিয়ে চলবে এবং শহীদদের প্রতি সম্মান জানাবে। তাই আজ একুশে জুলাই উপলক্ষে এই সকল শিশুদেরকে নিয়েই আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহিত করলাম এ
ও তাদের ভবিষ্যৎ আরো যাতে বৃদ্ধি পায় তার চেষ্টা করলাম, ওদের মনে অনুপ্রেরণা জাগালাম।
এদিকে সালম এনজিও র কর্ণধার জানালেন আমি এদেরকে নিয়ে অনেক কিছু করতে চাই, এখনো পর্যন্ত সব কিছু করে উঠতে পারিনি, এখন ওদেরকে আমি বিনা পয়সায় কম্পিউটার, সেলাই নাচ গান কবিতা শেখাচ্ছি , যারা আমার কাছে এই সকল শেখে তাদেরকে আমি খাওয়ারও ব্যবস্থা করি, দুপুরের মধ্যাহ্ন ভোজ , এখানে মধ্যাহ্নভোজ করে তারপরে আমরা ছোটদেরকে বাড়ি পাঠাই, এই সকল দুস্থ পরিবারের ছেলেমেয়েরা সকাল দশটা থেকে আমার স্কুলে আসে, এখানে এসে তারা বিভিন্ন বিষয়ের উপর শিখে, খাওয়া-দাওয়ার পর তারপর বাড়ি ফিরে, আমি এদের পাশে থাকতে পেরে চির কৃতজ্ঞ, আর আমাকে সবাই সহযোগিতা করার জন্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আমি তাহাদের কাছেও চির কৃতজ্ঞ। এবং সবার সহযোগিতায় আমি যাতে আরো এগিয়ে যেতে পারি, এই কামনা করি। আজকে যেভাবে সবাই আমাকে সহযোগিতা করলেন সত্যিই প্রশংসনীয়,