আমি হাদী বিদ্রোহের উত্তরাধিকার

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫১ অপরাহ্ণ

সিলমিন জাহান ইলমা

আমি হাদী—
আমি বজ্র, আমি বারুদ, আমি শপথের আগুন!
আমি অন্যায়ের বুকে নেমে আসা
ইনসাফের খোলা তরবারি!

আমি মাথা নত করি না—
না রাজসিংহাসনে, না বন্দুকের নলের কাছে,
আমি মাথা নত করি কেবল
আল্লাহর ন্যায়ের আকাশে!

আমি সেই যে বলেছি—
নতুন বাংলাদেশ জন্ম নেবে
ভীরুর দোয়ায় নয়,
সত্যের রক্তে!

আমি বুদ্ধি, আমি জ্ঞান, আমি দুর্দমনীয় সাহস,
আমি প্রশ্ন, আমি প্রতিবাদ,
আমি নীরবতার কফিন ভেঙে ওঠা
অগ্নিমন্ত্র!

হ্যাঁ,
গুলি এসেছিল পেছন থেকে—
কারণ মিথ্যা সামনে এসে দাঁড়াতে জানে না!
কিন্তু কী হয়েছে তাতে?

আমার বুক তো সামনে ছিল,
আমার মুখ ছিল আলোর দিকে!
আমি মরিনি—
আমি ছড়িয়ে পড়েছি!

লাখো কণ্ঠে, লাখো চোখে,
লাখো উঁচু হয়ে ওঠা মুঠোয়!
আমি হেঁটে গেছি আল্লাহর দরবারে
মানুষের কাঁধে ভর করে,

টিভি পর্দায় কাঁদছিল ধরিত্রী,
আর আমি হাসছিলাম—
কারণ শহীদের মৃত্যু নেই!
ওহে নজরুল!

তুমি যে বিদ্রোহ শিখিয়েছিলে—
আমি তারই রক্তধার!
তাই তো তোমার পাশেই আমার শয্যা,
কবরের মাটিতেও আমি একা নই!

আমি ধূমকেতু—
আমি এসে বলেছি, “জাগো!”
আমি পুড়ে গেছি—
তবু রেখে গেছি আগুন!

শোনো বাংলাদেশ!
যতদিন ইনসাফ অসম্পূর্ণ,
যতদিন অন্যায় বুক ফুলিয়ে হাঁটে—
ততদিন আমি আছি!

আমি হাদী—
আমি শহীদ,
আমি বিদ্রোহ,
আমি আগামী দিনের শপথনামা!

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন