পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে যশোরের কেশবপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর-২৫) দুপুরে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ছাত্র-জনতার উদ্যোগে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মুসল্লী অংশ নেন।
কেশবপুর এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেনের সঞ্চালনায় কেশবপুর পাবলিক ময়দানে শহীদ ওসমান হাদির গায়েবি জানাজা নামাজে বক্তব্য রাখেন, যশোর-০৬ কেশবপুর আসনের জামাত মনোনীত প্রার্থী ও জামায়াত ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোক্তার আলী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ওয়াজিয়ার রহমান, শহীদ হাদীর বন্ধু সজল প্রমূখ।
অন্যদিকে, যশোরের কেশবপুর দলিল লেখক সমিতির আয়োজনে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গায়েবানা জানাজা নামাজ পড়ান, কেশবপুর ওয়াবদা মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ। শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
ছবিঃ
২০/১২/২৫

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫৭ অপরাহ্ণ