ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে Blood Donation Organization-এর উদ্যোগে সাধারণ সভা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর বাজারে ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের সহ-সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ব্রুনাই প্রবাসী মো: সিহাব উদ্দীন। এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। রক্তদানের পাশাপাশি সংগঠনটি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ৮:০০ অপরাহ্ণ