চারঘাটে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ । ২:০৩ অপরাহ্ণ

জাকির হোসেন,রাজশাহী :

রাজশাহীর চারঘাট উপজেলায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে ফেলুন-ফেস্টুন ও ফিতা কেটে এই সাহিত্য মেলার উদ্বোধন করেন রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা।উদ্বোধন শেষে ‘সাহিত্য এবং সংস্কৃতি সমাজ ও সভ্যতার দর্পণস্বরূপ’Ñ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন এঁর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, চারঘাট আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হাদী কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মো. সাহাজ উদ্দিন, সরদহ সরকারি মহাবিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মো. মাজদার রহমান, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফকরুল ইসলাম, চারঘাট পৌর মেয়র মো. একরামুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক, তরুণ লেখক, কবি-সাহিত্যিক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, মূলত তৃণমূল পর্যায়ের লেখক, কবি, নাট্যকার, গবেষকদের সম্মিলন ঘটানোর জন্য এই আয়োজন করেছে চারঘাট উপজেলা প্রশাসন।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন