সোহেল খন্দকার(ঝালকাঠি)প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের শিক্ষা অঙ্গন আজ নীরব শ্রদ্ধায় বিদায় জানিয়েছে এক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে। রাজাপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবুল হোসেন ফরাজী স্যারের জানাজা নামাজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
জানাজায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, উপজেলা সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা সভাপতি কবির হোসেন এবং রাজাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম বারী। এ সময় রাজাপুর সরকারি কলেজ ও রাজাপুর মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘ শিক্ষকতা জীবনে অধ্যাপক আবুল হোসেন ফরাজী নিষ্ঠা ও আদর্শের সঙ্গে পাঠদান করেছেন। তিনি শিক্ষার্থীদের কাছে শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন নৈতিকতা ও মানবিকতার পথপ্রদর্শক। তাঁর শিক্ষা ও আদর্শে গড়ে ওঠা বহু শিক্ষার্থী আজ সমাজের নানা ক্ষেত্রে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
জানাজা শেষে মরহুমকে রাজাপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৫:২৮ অপরাহ্ণ