এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (২৫ ডিসেম্বর) ও আজ (২৬ ডিসেম্বর ২০২৫) রাঙামাটির কাউখালী উপজেলার ৪ টি ইউনিয়নের (ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া, ফটিকছড়ি) দৃষ্টিগ্রাহ্য স্থানে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন টাঙানো হয়েছে।
এসব ফেস্টুনে লেখা রয়েছে, “পার্বত্য চট্টগ্রামের অবিস্মরণীয় দিন ২৬ ডিসেম্বর; শত শহীদের রক্তে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক; Long live the 27th Founding anniversary of UPDF; Glory to the UPDF; For the Victory of Full Autonomy, Long Live UPDF; No full autonomy, No Rest; দাসসুলভ বশ্যতা স্বীকারে যারা নারাজ, তারা এসো ইউপিডিএফ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হই; দমন-পীড়ন রুখে দিতে ইউপিডিএফ-এ যোগ দিন; সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নাও; নব্য পাক হানাদারদের চিহ্নিত দোসরদের বিরুদ্ধে সোচ্চার হোন; সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সেনা অভিযান বন্ধ কর; পূর্ণস্বায়ত্তশাসন ন অলে, ন খিমিবং; ‘বাঙাল’ ন’ অভং, আমা জাদ-ধর্ম লুগেই দিবার ন দিবং; লো যোক, পরাণ যোক, ন খিমিবং ন খিমিবং” ইত্যাদি শ্লোগান।
যেসব এলাকায় ফেস্টুনগুলো টাঙানো হয় সেগুলো হলো- ঘাগড়া ইউনিয়নের পানছড়ি, রাঙ্গীপাড়া, তালুকদারপাড়া, শামুকছড়ি, কচুখালী, জুনুমাছড়া, নিচপাড়া; কলমপতি ইউনিয়নের ২ নং হাতিমারা, ডাঙ্গাবাজার, মাঝেরপাড়া, নাইল্যাছড়ি, কোলাপাড়া; বেতবুনিয়া ইউনিয়নের মহাজনপাড়া, চৌধুরীপাড়া, এবং ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়াবাজার, ধূপছড়ি বাজার, হেডম্যান পাড়া।
এছাড়া রাউজানের বৃন্দাবন এলাকায় একটি বিশেষ তোরণও নির্মাণ করা হয়েছে।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৯ অপরাহ্ণ