মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জে ২০০ পিস ব্যাথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার(২৪ ডিসেম্বর) বিকালে রংপুর-নীলফামারীর মহাসড়কের কিশোরগঞ্জ ফুট ভিলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলেন পেয়ারুল ইসলাম (২৫) কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব এলাকার বাসিন্দা মোখলেছার রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার ফুট ভিলেজ এলাকাস্থ সামনে এ অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার কাছ থেকে ২০০ পিস ব্যাথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এবিষয়ে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-নীলফামারী মহাসড়কে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ব্যাথানাশক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পেয়ারুল নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৮:১৩ অপরাহ্ণ