পাঁচবিবিতে জমকালো আয়োজনে খ্রিস্টানধর্মালম্বীদের বড়দিন উদযাপন

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ৮:১৫ অপরাহ্ণ

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রিস্টান ধর্মালম্বীদের বড় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় চার্চগুলোতে বিশেষ প্রার্থনা, বাইবেল পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। তাদের উৎসব আনন্দ মুখর করতে উপজেলা প্রশাসন মানবিক সহায়তা হিসেবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চাল বিতরণ করেছে, যা উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
ঐদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক চার্চ মিশনে পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে সেখানে যিশু খ্রীষ্টের জম্মদিন উপলক্ষ্যে কেক কাটেন তিনি।
এবার উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর ক্যাথলিক চার্চ, আংড়া ক্যাথলিক চার্চ, মহিপুর চার্চেস গড অব মিশন, মহিপুর টালিথাকুমী চার্চ মিশন, সেভেনডে মিশন, আংড়া পূর্বপাড়া কাথলিক চার্চ ও বাজিতপুর সেভেন্থ ডে এ্যাডভেনটিষ্ট ম্যারাথন সেমিনারী চার্চ সহ ৭২ টি চার্চে শুভ বড়দিন উদযাপিত হয়।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন