ইতি খানম, নরসিংদী
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নরসিংদীর রায়পুরা আদিয়াবাদে আয়োজন করা হয়েছে ‘অবহেলিত ভোজন মেলা’। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ব্যতিক্রমী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
(২৭ ডিসেম্বর) রোজ শুক্রবার দুপুর আদিয়াবাদের শেরপুর কান্দাপাড়া মানবতা সংগঠনের উদ্যোগে “অবহেলিত ভোজন মেলা” আয়োজন অনুষ্ঠিত হয়।
মেলায় মানবতার সংগঠন অবহেলিত ভোজন মেলা ও প্রতিষ্ঠাতা আব্দুল জলিল মিয়ার উদ্যোগে কোরআন কুরআন শরীফ খতম, শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার পরিবেশন, শীতের কম্বল বিতরন ও যাতায়াত ভাড়া প্রদান করা হয়। এ ব্যবস্থায় অংশগ্রহণকারীদের মুখে দেখা যায় আনন্দ ও তৃপ্তির হাসি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আব্দুল জলিল, ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হুমায়ূন কবির, ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাসান ভূইয়া, মোতালিব মেম্বার, গরীবের মেহমান খানার প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান রানা, জাহিদ ভূইয়া, লেয়াকত আলী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক আব্দুল জলিল জানান, এই মেলার মূল উদ্দেশ্য শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজের অবহেলিত মানুষদের প্রতি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩০ অপরাহ্ণ