এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নবম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ও পঞ্চম জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়।
ঐতিহ্যবাহী খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দীঘিনালা উপজেলা ও লক্ষীছড়ি উপজেলার দল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৮ই জানুয়ারী গোল্ডকাপ ফুটবল ও টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন করা হবে। জেলার ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভাসহ মোট ১০টি দল খেলায় অংশ গ্রহণ করছে।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ির এনএসআই এর যুগ্ম পরিচালক মো. মঞ্জুর আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুছাম্মাৎ রুমানা আক্তার, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫৬ পূর্বাহ্ণ