ক্রাইম রিপোর্টার : মো:আতিকুর রহমান
রাজশাহীর মোহনপুর উপজেলার শতফুল স্কুল প্রাঙ্গণে আজ ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ১১টায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সমৃদ্ধি কর্মসূচি”-এর আওতায় শতফুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দীন মোল্লা। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. সঈদ আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রশিদ মন্ডল এবং শতফুল বাংলাদেশের পরিচালক (কার্যক্রম) মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্থানীয় উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান। অতিথিরা সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন— সামাজিক কাজে অবদানের জন্য মো. আব্দুর রশিদ মন্ডল; ক্রীড়া ক্ষেত্রে সুয়াইব হোসেন; সাংস্কৃতিক ক্ষেত্রে কুমারী রাত্রী রানী ঘোষ; সাংবাদিকতায় মো. রাজিব খাঁন দৈনিক চৌকস পত্রিকা রাজশাহী বিভাগীয় বুরো চিফ, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব সভাপতি। ,রাকিবুল ইসলাম দৈনিক মানবকন্ঠ পত্রিকা মোহনপুর প্রতিনিধি মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব সাধারণ সম্পাদক। ফটোগ্রাফার আল-আমিন।
সভাপতির বক্তব্যে শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. নাজিম উদ্দীন মোল্লা বলেন, “উপজেলা দিবস শুধু একটি উদযাপন নয়, এটি আমাদের স্থানীয় উন্নয়নের প্রতিচ্ছবি। শতফুল বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক প্রসার, কৃষি ও প্রাণীসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বিকশিত করে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজকের এ সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা তাদের অবদানকে স্বীকৃতি দিচ্ছি যারা নীরবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পিকেএসএফ-এর সহযোগিতায় ‘সমৃদ্ধি কর্মসূচি’র মাধ্যমে আমরা আরও ব্যাপকভাবে এ কাজ অব্যাহত রাখব। স্থানীয় জনপ্রতিনিধি, যুবক ও সমাজের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাই যাতে মোহনপুর উপজেলা একটি মডেল উপজেলায় পরিণত হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বাড়িয়ে সমাজকল্যাণমূলক কার্যক্রমকে গতিশীল করা হবে।”
বিশেষ অতিথিরা শতফুল বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১২:০২ অপরাহ্ণ