নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১২:০৬ অপরাহ্ণ

পোরশা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-

নওগাঁর পোরশায় ১৬ বিজিবি’র আয়োজনে এক জনসেচতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৪.৩০ নিমিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৯০৯২ নিতপুর সিমান্ত অধিনায়ক সুবেদার মাহফুজুর রহমান এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ অর্ধশতাধীক ব্যক্তি। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতিও বিল গুলোতে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী, মাদকাসক্ত থেকে বিরত থাকবেন ও সামনে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা মানুষের গুজবে কান দিবেন না ভোটকেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে যাবেন। এবং আপনাদের ভোট আপনারা দিবেন এ সম্পর্কে আলোচনা করেন তিনি।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন