‎নবীগঞ্জে কৃষি জমি থেকে টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১:২৬ অপরাহ্ণ

‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে অনুমতি ছাড়া টপ সয়েল কাটার অভিযোগে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
‎
‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, এক্সকাভেটর মেশিন দিয়ে উর্বর ধানী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা হচ্ছে। সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ ও ফরিদপুর গ্রামের আব্দুল গণির ছেলে ফারুক আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। উল্লেখ্য, টপ সয়েল কাটার ফলে উর্বর কৃষিজমির উৎপাদনক্ষমতা নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
‎

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন