(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিল করেছেন -খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ এর দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র দাখিল জমা দেন
আজিজুল বারী হেলাল।
মনোনয়নপত্র জমা শেষে – আজিজুল বারী হেলাল বলেন, দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল।
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে।
আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। এখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দখল দারিত্বের কোনো স্থান থাকবে না।
আজিজুল বারী হেলাল তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে।
এ ছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনা ৪ আসন (রূপসা-তেরখাদা ও দিঘলিয়া) উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন আজিজুল বারী হেলাল।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র-জনতার গণঅন্দোলনে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্ততা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, অধ্যক্ষ এম এম আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু,কামরুজ্জামান টুকু,
এনামুল হক সজল,সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফা উল বারি লাভলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন,
রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ সহ (রূপসা -তেরখাদা ও দিঘলিয়া-) উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৮:৫৩ অপরাহ্ণ