রূপসায় ঘেরের ভেড়িতে খোলা তারে অবৈধ বিদুৎ সংযোগে পিষ্ট হয়ে প্রাণ গেল দুই সহোদরের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ । ৭:৫৮ অপরাহ্ণ

খুলনা জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে গত ২১ আগষ্ট রাতে ঘেরের ভেড়িতে শসা খেতে খোলা তারে বিদ্যুতের সংযোগ থেকে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। মরহুমের নাবালক শিশু সন্তান ও পরিবারের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অসহয় পরিবারের কান্না কিছুতেই থামছে না। মৃত ব্যক্তিরা হলেন আনন্দনগর ছোটঝিলে এলাকার মৃত সরোয়ার শেখের পুত্র মোদাচ্ছের শেখ (৪৮) ইকবাল হোসেন শেখ (৩৩)। এলাকাবাসী ও ভূক্তোভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২১ আগষ্ট বিকেল ৫ টায় ইকবাল হোসেন তার মৎস্য ঘের থেকে কাজ করে ফেরার সময় পার্শ্ববর্তী ঘের মালিক একই এলাকার মৃতঃ সৈয়দ আলীর পুত্র জের আলী মোল্যার মৎস্য ঘেরে গুনোর তারে অবৈধ বিদুৎ সংযুক্ত পেতে রাখা ফাঁদে জড়িয়ে বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যুবরন করে। ইকবালের মৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করে জের আলী মোল্যা পালিয়ে যায়। ইকবালের স্ত্রী ফাতেমা বেগম বারবার জের আলী মোল্যার কাছে স্বামীর ব্যাপারে তথ্য জানতে চাইলে তিনি কিছু জানেনা না বলে ইকবালের স্ত্রীকে জানায়। পরবর্তীতে স্বামী ফিরে আসতে দেরী দেখে ইকবালের পরিবারের লোকজনকে অবহিত করে। এঘটনায় ইকবালের বড় ভাই মোদাচ্ছের শেখ ও তার স্ত্রী রূমা বেগম ইকবালকে খুজতে পুটিমারী বিলে জের আলী মোল্লার মৎস্য ঘেরে যায় । মোদাচ্ছের জের আলীর ঘেরে পৌঁছালে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনা প্রত্যক্ষ করে মোদাচ্ছেরের স্ত্রী রূমা বেগম দৌড়ে গিয়ে বিদুৎ এর মেইন সুইচ অফ করে দিলেও শেষ রক্ষা হয়নি মোদাচ্ছের বিদুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু বরন করেন। পরবর্তীতে থানা পুলিশ লাশ উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎপৃষ্ট হওয়া দুই সহোদরকে মৃত ঘোষণা করেন। পুলিশ তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছে। এ ব্যাপারে রূপসা থানার ওসি মোঃ শাহিন জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগকারী জের আলী মোল্লাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং লাশ দুটি ময়নাতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্র বলছে, জের আলী মোল্লা ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজানের আত্মীয় হওয়ায় বিভিন্ন সময়ে চায়ের দোকানে এবং জনসম্মুখে দাম্ভিকতার সহিত বলতেন
আমার ঘেরের ভেড়িতে শসা খেতের বিদ্যুতে যদি কুকুর, বিড়াল শুধু নয় মানুষও মারা যায় তাহলে ঘেরের ভেড়িতে পুঁতে রাখবো। পারলে কেউ কিছু কর। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান মিজানের কাছে জানতে চাইলে
তিনি বলেন, কে আমার আত্মীয় কে আত্মীয় নয় এটা বড় বিষয় নয় ঘেরের শশা খেতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বৈধতা তাকে কে দিয়েছে। আইনের দৃষ্টিতে এটি অপরাধ অপরাধী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন