বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৬ অপরাহ্ণ

ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান

রাজশাহী, ৩০ ডিসেম্বর, ২০২৫ — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকধারী জনাব মিজানুর রহমান মিনু আজ মঙ্গলবার রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।

মনোনয়ন দাখিলের সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গণসমাগমের মধ্যে ঘটনাটি অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও তিন বারের সাবেক সংসদ সদস্য জনাব মিজানুর রহমান মিনুকে ঘিরে বিএনপির নেতৃত্বদের এক বৃহৎ প্রতিনিধিদল মনোনয়ন অফিসে উপস্থিত ছিল।

গুরুত্বপূর্ণ উপস্থিতি:
– রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব
– যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী
– শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি
– স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃত্ব

মনোনয়ন দাখিলের পর মিজানুর রহমান মিনু সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলেন, *“আমি জনগণের অপূর্ণ আস্থা ও আশার প্রতিফলন হিসেবে এই মনোনয়ন গ্রহণ করেছি। রাজশাহী-২ আসনের মানুষ যে স্বপ্ন দেখে—সেই স্বপ্ন বাস্তবায়নে আমি পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে রাজশাহীকে আবার প্রাণবন্ত করে তুলব—এটাই আমার অঙ্গীকার।”*

বিএনপি নেতৃত্ব অভিমত জানিয়েছেন, মিনু সাহেবের মতো অভিজ্ঞ, সৎ ও জনপ্রিয় নেতাকে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিজয়বিশ্বাস চরমে। তাঁর বিগত প্রশাসনিক ও সাংগঠনিক অবদান—বিশেষত রাজশাহী মহানগরে স্থায়ী উন্নয়নমূলক কাজের ইতিহাস—তাঁকে এ আসনের জনগণের কাছে স্বাভাবিকভাবেই পছন্দের প্রার্থী করে তুলেছে।

উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসনটি রাজশাহী সদর উপজেলার অন্তর্গত—যার মধ্যে রয়েছে রাজশাহী মহানগরের অধিকাংশ এলাকা। এটি ঐতিহাসিকভাবে বিএনপির জনপ্রিয় আসনগুলোর অন্যতম।

আগামী ৭ জানুয়ারি নির্বাচন কমিশন মনোনয়ন বৈধতা নিয়ে শুনানি অনুষ্ঠান করবে। মিজানুর রহমান মিনু এখন জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা করেছেন, যার মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে ‘জনতার সঙ্গে মিনু’ নামক একটি গ্রাম-মহল্লা ভিত্তিক আলোচনা ও সমস্যা নিরাময় কর্মসূচি।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন