গোদাগাড়ীতে শত শত মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৫ অপরাহ্ণ

ক্রাইম রিপোর্টার: মো:আতিকুর রহমান

৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার — বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিশাল জনসমাগমে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জানাজায় উপজেলার বিস্তৃত অঞ্চল থেকে শত শত নেতাকর্মী, যুব-মহিলা সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে গভীর শ্রদ্ধা ও শোক নিবেদন করেন।

মৃত্যুবার্তা পাওয়ার পর থেকেই দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশনেত্রী। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবার ও রাজনৈতিক সমর্থকদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা গোদাগাড়ীর জানাজার পরিবেশেও পরিস্ফুট হয়ে ওঠে। অনুষ্ঠানটি ছিল শোকাবহ, নীরবতা ও ধর্মীয় আবেগে ভরা — জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন, আল্লাহর কাছে মরহুমার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস লাভের জন্য প্রার্থনা করেন।

অংশগ্রহণকারী নেতাকর্মী এবং সাধারণ মানুষ একযোগে বলেন, *“বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনৈতিক নীতি, জনগণের অধিকার ও গণতন্ত্রের অকুতোভয় প্রহরী। তিনি ছিলেন মা-মাতৃক নেতৃত্বের প্রতীক — যাঁর জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের জীবন্ত উদাহরণ।”* অনেক কর্মী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, *“আজ একটি যুগ শেষ হয়ে গেল। আমাদের মা চলে গেলেন — কিন্তু তাঁর আদর্শ, অটল অবস্থান ও জনগণের প্রতি ভালোবাসা কখনো ম্লান হবে না।”*

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
– **মোঃ আব্দুল হাই (টুনু)**, ৭নং দেওপাড়া ইউনিয়ন সভাপতি
– **মোঃ আবু সুফিয়ান**, সহ-সভাপতি
– বরিষ্ঠ নেতাগণ: **শাখাওয়াত হোসেন**, **নাসির উদ্দিন বাবু**, **দুলাল**, **জালাল উদ্দিন**, **শাজাহান**, **আশরাফুল**
– **মেজর**, **হাসানুজ্জামান পাইলট**, **মাসুদ রানা**, **তিতু**, **সেতু** **আসারুল** **বাদল খান** **ফরমান**

সবাই মিলে তাঁরা দেশবাসীর কাছে আহ্বান জানান, *“আমরা তাঁর আদর্শ জীবিত রাখব, সংগ্রাম অব্যাহত রাখব — কিন্তু আজ প্রথমে আমরা আমাদের মায়ের জন্য দোয়া চাই। মহান আল্লাহ যেন তাঁর আত্মাকে ক্ষমা করেন, তাঁর গুনাহগুলো মাফ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম স্থান দান করেন।”*

রাজশাহী বিভাগের বিএনপি নেতৃত্ব জানিয়েছেন, জেলা ও উপজেলা পর্যায়ে শোক প্রকাশের পাশাপাশি দেশজুড়ে বিস্তৃত পর্যায়ে তাঁর জীবন ও অবদান নিয়ে মেমোরিয়াল প্রোগ্রাম, দোয়া মাহফিল, ও আলোচনা সভা আয়োজিত হবে। তাঁর রাজনৈতিক উত্তরাধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব নেতৃত্ব ও কর্মীদের কাঁধে বলে মত প্রকাশ করেন উপস্থিত সব নেতা।

এক যুগের শেষ হয়েছে — কিন্তু খালেদা জিয়ার আত্মা, আদর্শ ও আন্দোলন বাংলাদেশের জনগণের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করা হয়েছে অনুষ্ঠানে।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন