সোহেল খন্দকার,রাজাপুর প্রতিনিধি
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝালকাঠির রাজাপুর উপজেলার হাজির হাট এলাকায় বৃহস্পতিবার রাতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ওমর ফারুক সুমন, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার মোঃ রেজোয়ান। অনুষ্ঠান পরিচালনা করেন শুক্তাগড় ইউনিয়নের সাবেক ছাত্র দলের সভাপতি ও যুবদলের নেতা মোঃ জাকির হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। তাঁর জানাজায় দেশের ইতিহাসে সর্বাধিক মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও জননন্দিত ছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।”
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ বলেন,
“বেগম খালেদা জিয়া আজীবন দেশের কল্যাণে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ নাসির উদ্দীন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও সকলনেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৭ অপরাহ্ণ