ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
১ জানুয়ারি ২০২৬: রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ও বিএনপির সাময়িক বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পদ ফিরে পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বিভিন্ন জেলার মোট ২১ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে, যার মধ্যে তানোরের এই জনপ্রিয় নেতাও রয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মিজানকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে অন্যান্য জেলার নেতাদের নামও উল্লেখ করা হয়েছে, যেমন কুমিল্লা দক্ষিণ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ড উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাফর ইকবাল প্রমুখ। এছাড়া কয়েকজন নেতার পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
তানোর পৌরসভার মেয়র হিসেবে মিজানুর রহমান মিজান স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়। তাঁর দলীয় পদ ফিরে পাওয়াকে রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। এতে দলের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
বিএনপির এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১১:২৫ অপরাহ্ণ