সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ২:৫১ অপরাহ্ণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারী-২৬) বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও এলাকার শিক্ষানুরাগীদের উপস্থিতিতে ওই ফলাফল ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ শেখ।
সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিষক রবীন্দ্রনাথ বিশ্বাস-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক জনাব বাবুর আলী গোলদার, সমাজকর্মী জনাব সন্তোষ কুমার বিশ্বাস, ঐতিহ্যবাহী পাঁজিয়া ধীরাজ-মনোজ একাডেমির পরিচালক জনাব আব্দুল হালিম। বক্তব্য রাখেন, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির জনাব আব্দুল গফফার, সমাজকর্মী জনাব মির্জা গালিব প্রমূখ। বিশেষ উপস্থিতি জনাব প্রশান্ত পাল সহ আরো অনেকে।আলোচনা অনুষ্ঠান শেষে সকল শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সুধীবৃন্দরা।
ছবিঃ
০২/০১/২৬

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন