কেশবপুরে মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৪ অপরাহ্ণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোর-কেশবপুর সড়কে মোটর সাইকেল ও মোটর চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ভ্যান চালক কুবাদ আলী (৫৮) পৌর এলাকার মধ্যকুল গ্রামের সোহরাব আলী সরদারের ছেলে ও মোটর সাইকেল চালক অয়েসকুরুনী (৩৫) একই গ্রামের মৃত নুরমোহাম্মাদ সরদারের ছেলে। শুক্রবার (২ জানুয়ারি-২৬) দুপুরে উপজেলার মধ্যকুল আমতলা নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন দুপুরের দিকে কুবাদ আলী তার মোটর চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে কেশবপুর শহরে আসছিলেন ও অয়েসকুরুনী কেশবপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় যশোর-চুকনগর মহাসড়কের মধ্যকুল আমতলা নামক স্থানে পৌঁছালে কুবাদ আলীর মোটর চালিত ভ্যানের সাথে অয়েসকুরুনীর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কুবাদ আলী ও অয়েসকুরুনী মারাত্মক ভাবে আহত হন। এলাকাবসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুবাদ আলীকে মৃত ঘোষণা করেন ও অয়েসকুরুনীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অয়েসকুরুনীর মৃত্যু হয়।
ছবিঃ
০২/০১/২৬

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন