পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্নের দোকানে দুর্ধর্ষ্য ডাকাতি

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৩:১৬ অপরাহ্ণ

সাখাওয়াত হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ

জয়পুরহেটর পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দূর্র্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় তারা স্বর্নের দোকানের তালা কেটে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
৩ জানুয়ারী শনিবার ভোর ৪ টার সময় পাঁচবিবি বাজারের ষ্টেশন রোডস্থ মন্ডল জুয়েলার্সে দুর্র্ধষ এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে একটি মাইক্রোবাসযোগে ডাকাত দল দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় তারা বাজারের নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে এবং মাত্র ৪/৫ মিনিটের ব্যবধানে দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সিন্দুকের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে।
মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা ৩৫ ভরির বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লক্ষ টাকা সহ দোকানের প্রায় সব মূল্যবান জিনিস নিয়ে গেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তারিখঃ ০৩/১/২০২৬

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন