কিশোরগঞ্জে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১০:৫৭ অপরাহ্ণ

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে লিমন ইসলাম (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে ট্রাক্টর দিয়ে কৃষি জমি চাষ করা হচ্ছিল। এ সময়ে লিমন ট্রাক্টরের পেছনে উঠে বসেন। পরে জমি চাষ করার সময় ধাক্কা লেগে লিমন মাটিতে পড়ে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন