গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে ধানের শীষ প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ

ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান

রাজশাহী, ৪ জানুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন টিভি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এই মতবিনিময় সভায় প্রার্থী শরীফ উদ্দিন নির্বাচনী প্রচারণা, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবেন। গোদাগাড়ী ও তানোরের মানুষ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্তি চান, এবং নির্বাচিত হলে এসব সমস্যা নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। তিনি এলাকায় দলকে সুসংগঠিত করতে দীর্ঘদিন কাজ করে আসছেন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। সভায় উপস্থিত টিভি সাংবাদিকরা প্রার্থীর নির্বাচনী ইশতেহার, দলীয় কোন্দল নিরসন এবং ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

প্রার্থী আরও জানান, বিএনপির নেতৃত্বে দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হবে। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণা জমে উঠায় এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

চেয়ারম্যান: মোঃ সোহেল রানা

হেড অফিসঃ  পুরান পল্টন,  মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ  visionstv24@gmail.com  মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন