মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল
প্রতিনিধি)
দেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল উপজেলায় বেশ কয়েকদিন যাবৎ বইছে শৈত্য প্রবাহ। ঘন কুয়াশায় খেটে খাওয়া মানুষ যখন শীতের প্রকোপে কাজে বের হতে পারছেনা ঠিক তখনই সততা সমাজকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে ২০২৬ এর ২য় ধাপে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন শীতবস্ত্র নিয়ে।
অদ্য-৪ জানুয়ারী রবিবার ২০২৬ ইং রাত ৭ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার মেকনিছড়া চা বাগান ইন্ডিয়ার বর্ডার এলাকায় হতদরিদ্র গরিব অসহায় ২৫ জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সততা সমাজকল্যাণ সংস্থা’র প্রতিষ্টাতা আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে ও সঞ্চালনায় মোঃ ছায়েদ আলী,
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সততা সমাজকল্যাণ সংস্থার মোঃ ছায়েদ আলী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠন এর উপদেষ্টা সন্তোষ লোহার, সাধারণ সম্পাদক শান্ত মৃধা, মানবতার ডাক সংগঠনের অর্থ বিষয় সম্পাদক সুকেশ বাক্তি। বিদ্যাবিলের স্থানীয় সেচ্ছাসেবী অজিত কুর্মী।
উপস্থিত ছিলেন সততা সমাজকল্যাণ সংস্থার সদস্য মোঃ ছায়েদ আলী, মোঃ রমজান আলী, শান্ত মৃধা, আব্দুল, ইমাদ প্রমুখ।
উপকার ভোগীরা শীতবস্ত্র পেয়ে খুবই খুশি হোন। তারা বলেন মেকনিছড়া চা বাগানে প্রচন্ড শীত বিরাজ করছে আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছে বসবাস করি, বিদ্যুৎ নেই পানির কোন ব্যবস্থা নেই, এঅবস্থায় শীতের কষ্টের মাঝে আমাদের কম্বল দেওয়া হয়েছে মানবিক সহায়তার জন্যে কৃতজ্ঞতা জানাই, একইসাথে সততা সমাজকল্যাণ সংস্থার জন্য আমরা আশীর্বাদ ও দীর্ঘায়ু কামনা করি, আমাদের কথা মনে রেখে এতদুরের রাস্তায় এসে সহযোগিতা করছেন, তাদের এমন মানবিক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকার অনুরোধ করেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৩:৫৪ অপরাহ্ণ