খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৫:১৫ অপরাহ্ণ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন। এ সময় ব্রিগেডের ব্যবস্থাপনায় মোট ৪১টি (একচল্লিশ) শীতবস্ত্র (কম্বল) অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের জন্য স্থানীয় অসহায় জনগণ ২০৩ পদাতিক ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন