(এস এম এম আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)পাবনা জেলার চাটমোহর উপজেলায় নারীসহ দুই মাদক কারবারীকে তিন মাসের জেল দেওয়া হয়েছে। একই সঙ্গে এক মাদকসেবীকে একমাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সাক্ষ্য ও প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার(৫ জানুয়ারি২০২৬) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী এ দন্ডাদেশ দেন।
দন্ডিতরা হচ্ছেন- চাটমোহর উপজেলার সমাজ এলাকার মাদক কারবারি হযরত আলী (৬৫), ইসাহাক আলীর স্ত্রী আয়েশা খাতুন (৩৫) ও পূর্ণচন্দ্র মৈত্র’র ছেলে আশুতোষ মৈত্র (৬৪)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত আলী ও আয়েশা খাতুনকে গাঁজাসহ আটক করা হয়। আর আশুতোষ মৈত্রকে আটক করা হয় চোলাই মদসহ। ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পরে তাদেরকে পুলিশ হেফাজতে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৫:১৬ অপরাহ্ণ