ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫, রাজশাহী) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে ৪৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে, যা দেশে কোডিনযুক্ত কাশির সিরাপ হিসেবে অপব্যবহার হয়ে থাকে এবং মাদক হিসেবে নিষিদ্ধ।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় বা মাদক পাচারকারীদের ফেলে যাওয়া অবস্থায় এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা সম্ভব হয়। ফেনসিডিলগুলো সাধারণত ভারত থেকে সীমান্ত পথে চোরাচালান করে দেশে আনা হয় এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।
এই অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। র্যাব জানিয়েছে, মাদক চোরাচালানের এই নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। উদ্ধারকৃত ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক চোরাচালানের ঘটনা প্রায়ই ঘটে। র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। সম্প্রতি এই এলাকায় র্যাবের একাধিক অভিযানে শত শত বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে, যা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।
র্যাব-৫ এর কর্মকর্তারা জানান, মাদকের এই চালান দেশের যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ধরনের অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছ।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৫:২২ অপরাহ্ণ