পোরশায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৫:৩৫ অপরাহ্ণ

পোরশা প্রতিনিধি:মোঃ কামরুজ্জামান সরকার বাবু: তীব্র শীত ও ঘন কুয়াশায় নওগাঁর পোরশায় বিপর্যস্ত বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অদিদপ্তর থেকে প্রাপ্ত কম্বলগুলি উপজেলা প্রশাসনের মাধ্যমে গত কয়েকদিনে উপজেলার ৯টি মাদ্রাসার ৪ শতাধীক শিশু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় মাদ্রাসার শিশু শিক্ষার্থী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং তাদের খোঁজখবর নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু তার সাথে ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, দূর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল গুলি তারা তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে মাদ্াসার ছাত্র, এতিম ও অসহায় দরিদ্র মানুষজনকে যাচাই-বাছাই করে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আসা প্রকাশ করেন।#

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন