সোহেল খন্দকার(ঝালকাঠি)প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি এবং রাষ্ট্রীয় শোক কর্মসূচি উপেক্ষার অভিযোগে রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনকে ঘিরে রাজাপুরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজাপুর কামিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে মাদ্রাসা এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সায়েম আকন, মনির মৃধা, রবিউল ও মাসুম। বক্তারা বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে “আর একটি নাটকীয় অবসান ঘটলো”—এমন কটূক্তিমূলক মন্তব্য করেন, যা চরম দায়িত্বজ্ঞানহীন ও অশোভন। বক্তাদের মতে, এ ধরনের মন্তব্য জাতির শোক ও অনুভূতিকে অবমাননার শামিল।
বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ঘোষিত রাষ্ট্রীয় তিন দিনের শোক কর্মসূচি উপেক্ষা করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে মাদ্রাসা খোলা রেখে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয় এবং বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের এমন অবহেলা ও অনীহা প্রকাশে তীব্র ক্ষোভ জানান তারা।
একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় জনগণ রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। তারা জানান, অবিলম্বে তার অপসারণ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েও অধ্যক্ষের মধ্যে কোনো অনুশোচনার প্রকাশ নেই। বরং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পোস্ট দিয়ে দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তার বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৫ অপরাহ্ণ