একের পর এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন-ইউএনও রেকসোনা খাতুন

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৮ অপরাহ্ণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে চলছে গত এক সপ্তাহ যাবৎ শৈত প্রবাহ।মানুষের যবু থবু অবস্থা প্রচন্ড এই শীত উপেক্ষা করে রাত জেগে শীত বস্ত্র বিতরণ করে চলছেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। কেশবপুর উপজেলায় একের পর এক গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। তিনি একজন নারী প্রশাসনিক কর্মকর্তা হয়েও মানব কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাওয়ায় উপজেলাবাসীর কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সত্যি সত্যিই তিনি একজন উদার মনের মানুষ এবং অত্যন্ত মানবিক। কয়েক যুগ পর এবছর পচন্ড শীত। শৈত্যপ্রবাহ ও পচন্ড শীতের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ সন্ধ্যার আগেভাগেই ঘরে ফিরছেন। বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এমন হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ইউএনও নিজেই সোম ও মঙ্গলবার (৬-৭ জানুয়ারি- ২৬) দুইদিন গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও অসহায় মানুষের দুয়ারে-দুয়ারে গিয়ে ১৫’শত ১৭জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এটা সত্যিই খুব প্রশংসনীয়। এমন মহতি কাজের জন্য ইউএনও রেকসোনা খাতুনের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সাধুবাদ জানিয়েছেন শীতার্ত পরিবার, এলাকাবাসী ও সুধী সমাজ। শিতার্ত মানুষেরা জানান, আমাদের ইউএনও রেকসোনা খাতুন স্যার একের পর এক মানবিক দৃষ্টান্ত রেখে চলেছেন, তাঁর সার্বিক মঙ্গল কামনা করি। “এই শীতে এমন মানবতাবাদী ইউ এনও-ই দরকার” একথা মানুষের মুখে মুখে।
ছবিঃ
০৭/০১/২৬

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন