সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ৩:৪০ অপরাহ্ণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা’র ৩নং সদর ইউনিয়নের দেউলি দাসপাড়া সার্বজনীন মন্দির প্রাঙ্গণে ওই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ জানুয়ারি-২৬) রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, ৯০ যশোর -৬ (কেশবপুর) আসনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা। প্রার্থনা পরিচালনা করেন গুরুপদ দাস।
০৮/০১/২৬

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন