ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
রাজশাহী, ৮ জানুয়ারি ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আসদুস সালাম সাওয়াল, উপজেলার সাবেক আহ্বায়ক আবদুল মালেক, উপজেলা সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, ৭ নং দেওপাড়া ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু), গোগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ।
এছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাইলট, জীবন, নাসিম ও রবিউল কাশেম, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাওসার, গোগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিমেল, সাধারণ সম্পাদক নাসিম এবং শ্রমিক দলের সেক্রেটারি মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে নেতৃবৃন্দ প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। তারা বলেন, বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম করেছ।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ । ১১:৩৯ অপরাহ্ণ