জয়পুরহাট সীমান্তের ৩শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০-বিজিবি

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ । ১০:০৬ অপরাহ্ণ

সাখাওয়াত হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ

জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

আজ শনিবার দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তাদেরকে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।

এসময় ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন