‎পাঁচবিবিতে শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ‎

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ । ১০:৩৬ অপরাহ্ণ

‎সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ

মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকমুক্ত যুবসমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দমদমা মধ্য মালঞ্চা মহল্লায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর সিজন–১ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
‎১০ জানুয়ারী শনিবার দিবাগত রাতে দমদমা মধ্য মালঞ্চা ক্রীড়া কমিটির আয়োজনে বলে ব্যাট মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় আয়োজক কমিটির সভাপতি মোঃ নিরব শাহর সভাপতিত্বে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মোঃ সামছুল হুদা মন্ডল দুলাল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, চার নম্বর ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহাদত হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল,বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান সাজু ,
‎সাফিন আহমেদ নাহিদ ও মধ্য মালঞ্চা প্রিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আবু সাঈদ সিতা প্রমুখ।
‎আয়োজকরা জানান, ছয় ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে । উদ্বোধনী খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব বনাম আরাফ স্পোর্টিং ক্লাব পরস্পর মোকাবেলা করছে। এই খেলার আয়োজনকে কেন্দ্র করে মাঠে ছিল উপচে পড়া দর্শক । সবার মাঝে বিরাজ করছিল যেন উৎসবের আমেজ।
‎

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন