পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে হাসাননপুর বাজারে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ জানুয়ারি-২৬) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি, যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।
অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের হাসানপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর মল্লিক সভাপতিত্ব করেন। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসানপুর বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহদী হাসান।
ছবিঃ ১২/০১/২৬

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ । ১০:১০ অপরাহ্ণ