কবি আকাশ এর আমাদের গ্রাম-ময়নামতি চর কবিতার কবি বন্দে আলী মিয়ার কবর জিয়ারত

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ । ১১:০০ অপরাহ্ণ

(বিশেষ প্রতিনিধি পাবনা) পাবনা শহরের রাধানগর মহল্লায় সোমবার (১৩ জানুয়ারি ২০২৬ইং) বাদ মাগরীব
পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার, পরিবেশ ও মানবাধিকার কর্মী
এস এম মনিরুজ্জামান আকাশ তার সফর সঙ্গীদের নিয়ে পাবনা জেলার গর্ব প্রয়াত কবি বন্দে আলী মিয়ার কবর জিয়ারত করতে যান।
তিনি কবি বন্দে আলী মিয়ার কবরের পাশে দাড়িয়ে ফাতেহা শরীফ তাসবীহ্ তাহলীল পাঠ করেন ও নিঃরবে খানিকটা সময় অতিবাহিত করেন। কবির কবরের পাশে দাড়িয়ে নিবিড় সান্নিধ্য থাকার ও কাব্যিক আবহে অনুভূতি লাভের জন্য নিশ্চুপ থেকে কবিকে ও কবির লেখা গুলি অনুভব করেন।
কবি বন্দে আলী মিয়ার জীবন ও সাহিত্য নিয়ে সফর সঙ্গীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন।
তিনি কবির করবের উপরে লতাপাতা ঘাস দেখে, পরিচর্যার অভাব দেখে আবেগ আপ্লূত হয়ে পড়েন।
পাবনা শহরস্থ বিভিন্ন সাহিত্য সংগঠন ও কবি সাহিত্যিকদের নেক দৃষ্টি কামনা করেন বরেণ্য কবি বন্দে আলী মিয়ার কবরের অবস্থা দেখে।
পরিশেষে, অশ্রুসিক্ত নয়নে প্রান খুলে দোওয়া করেন, কবি বন্দে আলী মিয়া, সাহিত্যিক প্রমথ চৌধুরী, এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি খ্যাত কবি অধ্যাপক ওমর আলী, এম এ হামিদ, মনোয়ার হোসেন জাহেদী, জয়নুল আবেদীন মাহবুব, কবি ইদ্রিস আলী, অধ্যাপক শেখ মজনুর রহমান, কবি উত্তম কুমার রায়, লুতফুর রহমান নুতু, কবি হামিদুল ইসলাম খান, কবি ডাঃ আব্দুল হালিম মাষ্টার সহ পাবনা জেলার প্রয়াত কবি সাহিত্যিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। কবি আকাশ আরো নাম না জানা কবি সাহিত্যিক লেখকদেরসহ দেশের প্রয়াত কবি সাহিত্যিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করেন। এছাড়াও অসুস্থ কবি সাহিত্যিক লেখকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোওয়া করেন।

কবি এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে সফর সঙ্গী হিসেবে কবি বন্দে আলী মিয়ার কবর জিয়ারত করতে যান
তানজিব কমার্স কেয়ার এর স্বত্বাধিকারী ও সিওই-
তানজিব আহমেদ শাকিল, আর এস একাডেমির সহকারি শিক্ষক মোঃ সবুজ হোসাইন, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এর শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন