এস এম মনিরুজ্জামান আকাশ
(সুত্রঃ রেবেকা পারভীন শম্পা,
অ্যাডভোকেট- পাবনা জেলা ও দায়রা জজ আদালত, পাবনা-কে উৎসর্গীত)
মহানায়িকা সে যে দাড়িয়ে রয় দেখি অবাক বিস্ময়ে-
ধ্বংস যেনো না হয় বিশ্ব,তার বিষাদ্ বিরহ প্রলয়ে,
দৃষ্টি সীমায় তার হাতছানি দিচ্ছে দেখছে স্বপ্ন রেখা-
জীবনানন্দের সাথে না হয় যেনো ভ্রমেও তার দেখা!
হাজারও বনলতাকে সেন তার চালচলনে তা দেখি-
রুপ গুণ মাধুর্য প্রকাশে তারে নিয়ে করি লেখালেখি,
হয়নি জন্ম তার ঐ দুর বরিশাল অথবা প্রিয় নাটোরে-
সে তো আমাদেরই বুকে থাকবে ঘর আলোকিত করে!
পদক্ষেপে তার নাচে যে এ বঙ্গ ভূমি আন্দোলিত হয়-
ঘটতে পারে সিদ্ধান্তে তার প্রেমে মহাযুদ্ধ মহা প্রলয়,
হয়তো ভাবি তারে সুচিত্রা সেন,মাথিন হেলেন কখনো-
দেখেছি তার মুখে মোনালিসার হাসি হয়তো হাসে এখনো!
নয়নের তীর তার বড়ই যে বিষাক্ত বাঁকা ধনুকের সাথে-
অমৃত লাগবে মুখে বিষ তুলে দিলেও উর্বশী তার হাতে,
আঁধার ঘরের আলো হয়তো সে অনলবর্ষী কারো জীবনে-
দুঃখ বিষাদে এতটা আপন সে হতভাগা প্রেমিকের ভুবনে!
জন্ম তার হয়নি বুঝি দুর বরিশাল অথবা প্রিয় নাটোরে-
ধন্য করেছে জন্ম স্থান শুভ্র পাবনাকে আলোকিত করে,
উর্বশী সুহাসিনী প্রেমিক চোখে লোকায়িত বাংলার বুকে-
ষড়ঋতু’র বৈচিত্র্যময়তায় সে সংসারী স্বামী সন্তান সুখে!

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ । ১১:৫৯ পূর্বাহ্ণ