খাগড়াছড়িতে নির্বাচন কালীন সাংবাদিকদের করণীয় বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৫:৪১ অপরাহ্ণ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

আসন্ন গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গণ মাধ্যম কর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ , বৃহস্পতিবার এ প্রশিক্ষণ কর্মশালায় শেষ দিন। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা।

“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি প্রেসক্লাব। এতে সহযোগিতায় রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

প্রশিক্ষণের উদ্বোধনের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও যাচাইকৃত তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও সেশন পরিচালনা করেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, নিরপেক্ষ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই ও গুজব প্রতিরোধসহ নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বিশেষ গুরুত্বারোপ করা হয়।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন