শীতের মুখে সহায়তায় ‘পথ ও পাথেয়’— কাকলবাড়িয়া, কদমশহর, গোদাগাড়ী,তে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ৬:১২ অপরাহ্ণ

ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান

রাজশাহী, ১৬ জানুয়ারি ২০২৬ — আজ ও আগামীর মুক্তির লক্ষ্যে ঐশী কাফেলা হিসেবে পরিচিত “পথ ও পাথেয়” এর উদ্যোগে রাজশাহীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন হিসেবে পরিচিত এবং সমাজের প্রয়োজনীয় সেবা প্রদানে সচেষ্ট।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ গোলাম মোর্তুজা দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ যাকারিয়া, সহকারী শিক্ষক, রাজশাহী কলেজিয়েট স্কুল।

শীতের তীব্রতা মানুষের জীবনকে করে তুলেছে কষ্টকর। বিশেষ করে দুর্বল ও অসহায় মানুষের জন্য শীতকাল হয়ে উঠেছে এক সমস্যার সমাহার। এ পরিস্থিতিতে “পথ ও পাথেয়” এর সদস্যবৃন্দ তাদের সার্বিক তত্ত্বাবধানে কাকলবাড়িয়া, কদমশহর, গোদাগাড়ী ও রাজশাহী এলাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করেন।

এই সেবামূলক কর্মসূচি শুধু বস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি মানবিক বার্তা যা বলে দেয় যে, কেউ একা নয়, সমাজের প্রতিটি সদস্যের জন্য আছে সহানুভূতি ও সহযোগিতার হাত।

পথ ও পাথেয় এর সদস্যরা জানান, এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও সমাজের দুর্বল ও অসহায় মানুষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তারা সচেষ্ট থাকবে।

সারসংক্ষেপ:
– সংগঠন: পথ ও পাথেয় (আজ ও আগামীর মুক্তির লক্ষ্যে ঐশী কাফেলা)
– ঘটনা: শীতবস্ত্র বিতরণ
– স্থান: কাকলবাড়িয়া, কদমশহর, গোদাগাড়ী, রাজশাহী
– তারিখ: ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার
– প্রধান অতিথি: মোঃ গোলাম মোর্তুজা দুলাল

চেয়ারম্যান: মোঃ সোহেল রানা

হেড অফিসঃ  পুরান পল্টন,  মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ  visionstv24@gmail.com  মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন