পাঁচবিবিতে ১১৪ বোতল ফেনসিডিসহ মাদকদ্রব্য উদ্ধার

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ । ১১:৩৫ অপরাহ্ণ

মোঃ জাহিদুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন তারা। সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়।
এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন