
মোঃফয়সাল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :-
শিক্ষা প্রকৌশলী প্রকৌশল আওতায় রাজশাহীর মোহনপুর কেশরহাট উচ্চ বিদ্যালয় রক্ষানাবেক্ষণ ও অবকাঠামো উন্নয়ন কাজের মান পরীক্ষা করছেন রাজশাহী ৫৪, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোহা. আসাদুজ্জামান আসাদ। নিজ নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে সকল উন্নয়ন কাজ যাচাই করছেন এই সংসদ সদস্য। তার এসব কর্ম এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
শনিবার ( ৬ আগষ্ট ) বেলা ১১ টায় কেশরহাট উচ্চ বিদ্যালয় কাজ পরির্দশনে যান সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রূতি বাস্তবায়নের জন্য সকল ব্যস্ততা উপেক্ষা করে এসব কাজ পরিদর্শন করেন ।পরিদর্শন কালে নির্মাণ কাজের মান যাচাই-বাছাই করতে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের রক্ষাবেক্ষণ রং টাইলস কম্পিউটার ল্যাব নিম্নমানের হওয়ার ক্ষোভ প্রকাশ করেন।সঠিক নিয়মে কাজ করার নির্দেশ দেন( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কে,
এসময় যেসব স্থানে তারতম্য পেয়েছেন সাথে সাথে তা নতুন করে প্রকৌশলীদের মাধ্যমে ঠিক করার জন্য নির্দেশ দেন সংসদ সদস্য শুধু বিদ্যালয় কাজই নয়, পর্যায়ক্রমে সকল দপ্তরের কাজ পরিদর্শন করবেন। এর পরে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা সাস্হ ও প: প: কর্মকর্তা আরিফুল কবির ও আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম’র সংঙ্গে নিয়ে রোগিদের ওয়ার্ড পরির্দশন করেন। পরিদর্শন শেষে সাস্হ কমপ্লেক্সের আউট সোসিং সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংসদ সদস্য। স্থানীয়রা তার বিভিন্ন তদারকী এসব কাজকে স্বাগত জানিয়েছেন।
স্কুলশিক্ষক মো. আসাদ আলী বলেন, এমপি মহোদয় যেভাবে কাজ শুরু করেছেন বাংলাদেশের আর কোনো এমপিকে এভাবে কাজ করতে দেখিনি। আমাদের বিশ্বাস ছিল তিনি এমপি নির্বাচিত হলে মোহনপুর একটি ব্যতিক্রম উপজেলা হিসেবে গড়বেন। অবশেষে আমাদের বিশ্বাসের প্রতিফলন হচ্ছে। তিনি ঘুরে ঘুরে উপজেলার প্রতিটি উন্নয়ন কাজ পরিদর্শন করছেন। এতে করে দায়সারা কাজ কমে গিয়ে সঠিক কাজটি হবে। দুর্নীতি কমে আসবে। ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা এখন আতঙ্কে থাকবেন। ফলে প্রতিটি কাজের মান বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, প্রতিবেদক কে বলেন, এমপি মহোদয় নিজে হেঁটে হেঁটে কাজগুলো পরিদর্শনের ফলে সঠিকভাবে কাজগুলো হবে। এখন আর কোনো ঠিকাদার ফাঁকি দিয়ে কাজ করতে পারবেন না। আমরা এমপি মহোদয়ের এই কাজকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন, সারাদেশে প্রধানমন্ত্রীর হাত ধরে চমৎকার উন্নয়ন হয়েছে। কিন্তু সঠিক তদারকির ফলে সঠিকভাবে কাজগুলো করা হয় না। আমি সংসদ সদস্য হিসেবে কাজগুলো যাচাই বাছাই করা আমার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই কাজের মান যাচাই করছি। এছাড়াও আমি নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য। আমার এই কাজ আগামী ৫ বছর অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, ভাইস চেয়ারম্যান বিন বেল্লাহ্ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যোবাইদা সুলতানা, আলফোর রহমান, কাউন্সিলর ছাবেরুল ইসলাম, এসএম সুলতান আলী সহ প্রমূখ।
ফয়সাল/ রাজশাহী
০৬(জুলাই, ২০২৪ইং)
০১৭০৭৯৪৪৯৭৭