
ইস্রাফিল খান, গোপালগঞ্জ(জেলা)প্রতিনিধি
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১টায় র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১.৩০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
তিনি বলেন, আজকের কন্যাশিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার। দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এ ক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা প্রত্যেক কন্যাশিশুদের মানসিক বিকাশ করার সুযোগ দিতে হবে। তাদের কোন ধরনের মানসিক বা শারীরিক চাপ প্রয়োগ করা যাবে না।
এসময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা আমজাদ হোসে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু।জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।