
মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে যোগদান করেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
১৩ জানুয়ারী কর্মস্থলে যোগদান করলে
নবনিযুক্ত সহকারী কমিশনার ভূমিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।
নবনিযুক্ত সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ তম ব্যাচের একজন সদস্য। ইতোপূর্বে তিনি সহকারী কমিশনার হিসেবে সাতক্ষীরা জেলায় এবং সহকারী কমিশনার ভূমি হিসেবে তালা উপজেলায় কর্মরত ছিলেন।
এদিকে যোগদানের প্রথম দিনে বিভিন্ন ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
১৩ জানুয়ারী উপজেলার গামারীতলা, নানুপুর এলাকায় অবস্থিত যথাক্রমে PBM ও SBM ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।
পরিবেশ অধিদপ্তর ও ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে উল্লিখিত ইটভাটার প্রত্যেকটিকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করে তৎক্ষণাত আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল আমিন।