একদিন বন্ধ থাকার পরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ 

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ । ৭:৪৬ অপরাহ্ণ

দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুর মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু-দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, আজ পবিত্র শবে বরাতের ছুটি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে তবে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন