
মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
(১৬ মার্চ ২০২৫ খ্রিঃ) শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যান সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং চা শ্রমিকদের সেবক সংগঠনের সার্বিক সহযোগিতায় ও সমন্বয়ে রোজ রবিবার মির্জাপুর উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়, মেডিকেল ক্যাম্প বিনামুল্যে চক্ষু পরীক্ষা,ছানি অপারেশন,ফ্রী চশমা ও ফ্রী ঔষধ প্রদান উক্ত ক্যাম্পিংয়ে ২৯০ জন রোগীকে চিকিৎসা দেন,তার মধ্যে ৬৭ জন রোগীকে ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়, এবং ৭০ জনকে ফ্রী চশমা প্রদান করা হয়, ৪৫০০০হাজার টাকা ঔষধ বিতরণ করা হয়, এই ক্যাম্পিং সফল ও স্বার্থক করার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান চা শ্রমিকের সেবক সংগঠনের সকল সদস্য ভাই ও বোনদেরকে মাইকিং,ডেকারেশন,এবং যথাসময়ে কর্মসুচিতে উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য
আরো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সিনিয়র ক্যাম্প অর্গানাইজার ডাঃ মোঃ আশিকুর রহমান,উনি ক্যাম্পিংয়ের বিষয়ে সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রেখেছেন মোবাইল ফোনে এবং ম্যাসেঞ্জারে এবং মাঠ পরিদর্শন ও সঠিক দিক নির্দেশনা দিয়ে অক্লান্ত শ্রম দিয়ে ক্যাম্পিং বাস্তবায়ন করেছেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।