ঋণের বোঝা এড়াতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ভাঙারি ব্যবসায়ীর আত্মহত্যা

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ । ৪:৫২ অপরাহ্ণ

রাকিবুল হাসান(রকি) শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় নিহত রফিকুল ইসলাম মেহেরপুর জেলার সদর থানার পিরোজপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পাচ্চঁর বাজারে একটি ভাঙারি দোকানে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে কাজ করতেন রফিকুল। এনজিও থেকে নিয়েছিলেন ঋণ, আছে কিস্তির চাপও। এদিকে ব্যবসার অবস্থাও ভালো না থাকায় পারছিলেন না কিস্তির টাকা দিতে।

সকাল থেকেই নিখোঁজ ছিলেন রফিকুল, কিন্তু সন্ধ্যায় পাওয়া গেল রফিকুলের ছিন্নভিন্ন দেহ। মরদেহের দুটো-পা দুই জায়গায়, দেহটি আরেক জায়গায় আর মাথাটি ট্রেন লাইনের পাশে পড়ে আছে।

জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকা যাওয়ার সময় হঠাৎ সামনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি।

নিহতের আত্মীয় সাদ্দাম হোসেন বলেন, ‘ভাঙারি ব্যবসা তেমন একটা ভালো চলছিল না তার। বেশ কিছু টাকা ঋণও ছিলো। মানসিক চাপ ছিলো তার মাথায়। দুই তিন মাস আগেই তিনি এরকম নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়। কিন্তু আজকে পাওয়া গেল তার মরদেহের টুকরো টুকরো অংশ। এখন কী হবে তার পরিবারের।?

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুজ্জামান শিকদার বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন