বাংলাদেশই সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হোক পৃথিবীর বুকে

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ২:০০ অপরাহ্ণ

সৈয়দা রাশিদা বারী

শিশু ধর্ষণ বন্ধ করতে পুরুষকে সংস্কার করা হোক।
সব ক্ষেত্রে নীতি নির্ধারণ,
শাসন অনুশাসনের তিন ধারা।
রাষ্ট্রীয় ধর্মীয় ও সামাজিক।
তবে সব ক্ষেত্রে ভালো সমাধান থাকলেও,
সংস্কারের সুব্যবস্থা থাকলেও,
নিয়ম পরিবর্তন পরিবর্ধন হলেও,
নারীর ক্ষেত্রেই যতো পাজেমো! গাফিলতি!
যতো শিরক বেদাত ফতুয়া … প্রভৃতি!
নারীদের পুরুষ জড় পদার্থ,
ঘরের আসবাবপত্র, মাথার ছাতি,
পায়ের তলার মাটি মনে করে!
পুরুষ এভাবে সুখ লুফে নেওয়ার ওস্তাদ! কিন্তু অকৃতজ্ঞ!
পশু মনে করে! সেবক সেবা দাসী মনে করে।
সেভাবেই বশ করে মনের উপর প্রতিফলন রাখে!
রাখার ধারা নির্ধারণ করে!!!
এই অন্যায় জুলুম বৈষম্যের সংস্কার চাওয়াও
নারীদের অপরাধ বলে ব্ল্যাকমেইল করে পুরুষ!
একটা লিগ্যাল অন্যায়ের প্রতিবাদ করবে নারী,
যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে নারী, পুরুষ!
ইসলাম ধর্ম টেনে ধরে!! বাদ প্রতিবাদ জানাই।
ধর্মের দোহাই দিয়ে, ফতোয়া দেয়!
শিরক বিদাত দিয়ে প্রশ্নবিদ্ধ করে।
পুরুষের অন্যায়গুলো না মেনে নিলে
কি শাস্তি হতে পারে আল্লাহর দরবারে!
তার ফলোআপ দেয়!
খুব সুন্দর করে পুরুষ ঐ রুটিন বানিয়েছে!
এই ইন্টারনেট আপডেট যুগেও?!!
নারীর রঙ মহলের ব্লাকমেইল করে!
দুনিয়াই সব কিছুর আপডেট হয়,
আর নারীর প্রতি পুরুষের বৈষম্যের আপডেট নাই।
নারীর ব্রেন মেধার উপরে, মনের উপরে,
ইচ্ছার উপরে, দেহের উপরে, ইত্যাদি ক্ষেত্রে
পুরুষ কর্তৃক জোর জুলুম চালানো হয়!!
করা হয় নির্মম অত্যাচার!!
নারী শিশুদের হালতো
এই রমজানেও রাষ্ট্র প্রচার হলো!
শিশু মারা গেছে লুচ্যা ঘাতকের অত্যাচারে।
কিন্তু ঘাতকের মৃত্যুদন্ডের খোঁজ নাই!
এটা তো গেলো শিশুর কথা।
ধর্ষণ করে মেরেও ফেলে!
তবে বয়ঃজৈাষ্ঠদেরও ধর্ষণ করা হয়।
যখন কোন নারীর পুরুষের লিঙ্গ কামনা না, চায় না!?
আরে হোক লিঙ্গ রসগোল্লা!
রসগোল্লা যে নারীর খাওয়ার প্রতি যেমন ইচ্ছা ও চাহিদা,
সে নারীর কাছে যেমন মূল্য।
সেই নারী তেমন মর্যাদা করবে!
ক্ষুধা ইচ্ছা না থাকলে, না খাবে, না মর্যাদা করবে!
পেটের মনের চোখের ইচ্ছার
খুধার উপরে আবার বৈষম্য কিসের???
আদৌ যার ক্ষুদা নাই, সাধ ইচ্ছা নাই,
জোর করে তাকেও খাওয়ানো হবে কেন?
পুরুষ এই অপকর্মটা কেন করবে?
আর যার ক্ষুধা সাধ ইচ্ছা বেশি আছে,
তার বেশি খেতে না দিয়ে, ঠেকানো হবে কেন?
একজন ক্ষুধার্থের কেন উপস রাখা হবে?
এই আইনটা সংস্কারের প্রয়োজন কেন নয়?
এটা কেন বোঝেনা অজ্ঞ অধম মূর্খ পুরুষ!
ঘুনে ধরা জঘন্য নির্মম সমাজ?!!!?
নিষ্ঠুর পুরুষ অণ্যায়কারী ব্যভিচারী
অভাবেই তো স্বভাব নষ্ট,
তোমরাও জানো তোমরা অন্যায়কারী
তাই আবার লুকিয়ে পুষিয়ে দিতে যাও।
অন্যায় করে ফাঁকি দেওয়া অংশ পূরণ, বদলা দিতে!
তাই পর নারীর ঘরে ওঠো নচ্ছার কোথাকার!
নারীর চাহিদা মতো খেতে দেওয়ার
ব্যবস্থা না করে, নারীকে এই বীভৎস পথের
পথিক পুরুষ কেন করে???!!!
এই জুলুম নির্যাতন অন্যায় অত্যাচার ঘুচে যাক,
সমাজ থেকে দূর হয়ে।
সবাই সুখ স্বাচ্ছন্দে মানসিক
মানবিক নির্যাতন ছাড়া, ভালো থাক।
পুরুষ নারী সম্মিলিত শান্তির সুবাতাস
সোনার বাংলাদেশে বয়ে যাক।
নিয়ম রীতি কলুস মুক্ত শুদ্ধচার,
নিটোল নির্ভেজাল বিশুদ্ধ হোক
আপডেট জনমনে সংস্কার হয়ে।
বিশেষ করে পুরুষ সংস্কার করা হোক।
নারী পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না।
মানসিক কষ্ট শারীরিক কষ্ট কোনটাই রাখবে না।
সমাজ ব্যবস্থা এমন হোক।
বৈষম্যের যদি সংস্কার হয় তবে এইটাই প্রথম হোক।
প্রথম হওয়া উচিত। নারীর জীবন মান,
চাহিদা মন অন্তর শরীরের উপযুক্ত প্রয়োজন
শান্তির সাথে প্রতিষ্ঠা হোক।
বৃদ্ধ বাবা মা ও প্রজন্মর মঙ্গল কল্যাণার্থে,
পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে ও
জানমাল নিরাপত্তার সুব্যবস্থাপনায়, সংস্কার চাই।
নারী পুরুষসম অধিকার প্রতিষ্ঠা
মাতাপিতার ঘরে পুত্র কন্যার সমঅধিকার প্রতিষ্ঠা
বাংলাদেশে প্রথম বাস্তবায়ন হোক।
বাংলাদেশই সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ হোক পৃথিবীর বুকে।
হোক বাংলাদেশ অন্যায়মুক্ত,
নারী নির্যাতনমুক্ত নিষ্পাপ শিশু ধর্ষণমুক্ত, হয়ে,
বাংলাদেশ জেগে থাক পৃথিবীর বুকে স্বসম্মানে।

০৯.০২.২০২৫ ইং, রাত সাড়ে ৭টা, রবিবার।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন